Monday, March 17, 2025
দেশ

জম্মু-কাশ্মীরের উন্নয়নের পথে বাধা ‘আর্টিকল ৩৫এ’: জেটলি

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মতে, আর্টিকল ৩৫এ-র কারণেই জম্মু-কাশ্মীরের উন্নয়ন ব্যাহত হচ্ছে। উপত্যকায় ‘আর্টিকল ৩৫এ’ কেন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তারও ব্যাখ্যাও দেননি জেটলি।

আর্টিকল ৩৫এ ধারায় বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য কেউ সেখানে সম্পত্তি কিনতে পারবেন না। ফলে, ইচ্ছে থাকলেও কাশ্মীরে বিনিয়োগ করতে পারবেন না কোনও উদ্যোগপতি। অথচ, সেখানে বড় হোটেল, এডুকেশনাল ইনস্টিটিউট গড়ার ব্যাপক সুযোগ ছিল।

যার জেরে কেবলমাত্র যে উপত্যকার অর্থনীতি শুধু ধাক্কা খাচ্ছে তার নয়, চরম মাশুল গুনতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। আইনের এই অনুচ্ছেদটিকে জেটলি ‘সাংবিধানিক ভাবে দুর্বল’ বলেও উল্লেখ করেন।