জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় আড়াই বছর কারাগারে থাকার পর সোমবার আদালত তার জামিন মঞ্জুর করে। ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে মুক্তি দিয়েছে আদালত। মাতৃবিরোগের কারণে তিনি আগে প্যারোলে ছাড়া পেয়েছিলেন। রাজ্য কারা দফতর পরবর্তীতে প্যারালের মেয়াদ বাড়িয়েছে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল। মামলার তদন্তে তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়, যা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি।