Tuesday, December 10, 2024
দেশ

সাত দিনের মধ্যে পাকিস্তানকে ধ্বংসের হুঁশিয়ারি ভারতীয় সেনার

শ্রীনগর: পুলওয়ামার জঙ্গি হানায় প্রতিবাদে গোটা দেশের জনতা রাগে ফুঁসছে। প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেনাকে ছাড়পত্র দিয়ে দিয়েছেন। ভারতীয় সেনারা যা খুশি করতে পারে। তাঁরা যে ভারতমাতার সৈনিক। পালটা দিতে তাঁরা পিছপা হন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাদের উদ্দেশ্যে বলেছেন, কোথায় কখন এবং কিভাবে এই ঘটনার দোষীদের সাজা দিতে হবে সেটা আমার সেনারা ঠিক করে নেবে। আমি ওদের নিজের ইচ্ছা মতো কাজ করার সহমত দিচ্ছি।

পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় ক্ষুদ্ধ জওয়ানরা ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। নাম না নিয়ে এক সেনা জম্মু কাশ্মীরের সীমান্ত থেকেই ফেসবুক লাইভে জানিয়েছেন, কেন আমাদের এভাবে আটকে রাখা হচ্ছে বলতে পারেন? সাতদিন সময় দিন। লাহোরে ঢুকে সব পাকিস্তানি সেনাদের মেরে আসব। ওদের জঙ্গিরা আমদের ৪০ জনকে মেরেছে। আমরা এখনই ওদের ঘরে ঢুকে ৪০০ জনকে মেরে আসতে পারি। আমাদের আটকাবেন না প্লিজ। আর কতদিন সহ্য করতে হবে?

এজেন্ট এক্স নাম দিয়ে উর্দি পরিহিত এক জওয়ান ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন, আমি এই সেনার উর্দি আজ ছেড়ে দিলাম। আমার রেজিগনেশনও গ্রহণ করা হয়ে গিয়েছে। কিন্তু কেন আমি এই উর্দি ছাড়ছি জানেন কি? কারণ এই উর্দির দাম যারা জানে না তাঁরা সেই উর্দির পরিহিতদের উপর খবরদারি চালায়। দিল্লির গদিতে বসে এটাই তাঁদের কাজ। এটা আমি আর মানতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা আমাদের নিজ দক্ষতায় সেনা হিসাবে যোগদান করেছি। দিল্লির নেতাদের ভোটে নয়। তাহলে কেন আমরা তাঁদের কথা মেনে চলব? কেনই বা তাঁরা সিদ্ধান্ত নেবেন যে আমরা কোন পরিস্থিতিতে কখন আমরা গুলি চালাব? তাঁর দাবি, ভারতের সিস্টেমটাই খারাপ। আর সেটা গত ৭০ বছর ধরেই খারাপ।