পুঞ্চে ভারতীয় সেনাবাহিনীর চপারের জরুরি অবতরণ, হতাহতের কোনও খবর নেই
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনাবাহিনীর একটি চপারের জরুরি অবতরণ। জানা গেছে, নর্দার্ন সেনা কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল রনবীর সিং-সহ ৯ জন ছিলেন ওই কপ্টারে। প্রযু্ক্তিগত ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ করে চপারটি।
Sources: One Advanced Light Helicopter (ALH) force-landed due to technical reasons, in the general area of Poonch today. It was not a crash. All seven passengers, travelling in the helicopter, are safe. #JammuAndKashmir https://t.co/T3dtmg01ln
— ANI (@ANI) October 24, 2019
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, হতাহতের কোনও খবর নেই। চপারের যাত্রীরা সকলেই অক্ষত রয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।