Monday, March 17, 2025
FEATUREDদেশ

পাকিস্তানের ভিতরে ঢুকেও সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনা: সেনাপ্রধান

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার জবাব দিতে পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত বালাকোটকে নিশানা করেছিল ভারত। ২৬ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে আকাশপথে হামলা চালিয়ে বালাকোটে একাধিক জঙ্গিশিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। বালাকোটে সেই হামলার পর সেনাপ্রধান বিপিন রাওয়ত জানিয়েছিলেন, দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনা।

বিপিন রাওয়ত বলেন, বালাকোটে হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই ছিল। দরকারে পাকিস্তানের ভিতরে ঢুকে লড়াই করত। যুদ্ধের জন্য তাঁর বাহিনী কতটা তৈরি রয়েছে, সে সম্পর্কে সরকারকে অবহিত করতে একথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর পাকিস্তান যদি কোনওরকম আগ্রাসী মনোভাব দেখানোর চেষ্টা করত, তা প্রতিহত করা হত। ভারতীয় বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি রাখা হয়েছিল।

সূত্রের খবর, ২০১৬ সালে উরি হামলার পরপরই গোলাবারুদ কিনতে ১১ হাজার কোটি টাকার চুক্তি করে ভারতীয় সেনা। ইতিমধ্যে সেই চুক্তির ৯৫ শতাংশ গোলাবারুদ এসে গিয়েছে বাহিনীর হাতে। এছাড়া, অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে আরও ৩৩টি চুক্তি চূড়ান্ত করা হয়েছে।