ভারতের হাতে এল অত্যাধুনিক ইজরায়েলি অস্ত্র ‘ট্যাংক কিলার’
নয়াদিল্লি: কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বেড়েই চলেছে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। এর মধ্যে পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় ইসরাইল থেকে নতুন অস্ত্র কিনল ভারত। ইতিমধ্যে সীমিত সংখ্যক ইসরায়েলি ‘স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল’ (এটিজিএম) হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার ১০ দিন আগেই ভারতে পৌঁছেছে। পাকিস্তানের বিরুদ্ধে চলা চাপা উত্তেজনার মধ্যেই এই অস্ত্র ভারতীয় সেনা বহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন অস্ত্র কিনেছে ভারত। এগুলো চার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।
সেনা সূত্রে খবর, আগামী বছরের মধ্যে DRDO-র তৈরি করা মানব-পোর্টেবল ATGM তৈরি না-হলে ফের ইসরাইল থেকে অস্ত্র কিনবে সরকার।
প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ডিআরডিও) ভারতীয় সেনাবাহিনীর জন্য মানব পরিচালিত পোর্টেবল ট্যাংক বিরোধী অস্ত্র তৈরির কাজ করছে। আগামী বছরের মধ্যেই এসব অস্ত্র তৈরি শেষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডিআরডিও।