স্ত্রীর বুকে-তলপেটে লাথি, অর্ধনগ্ন করে মারধর, মঙ্গলসূত্র লুঠ! সেনাকর্মীর কাতর অভিযোগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেনা জওয়ানরা সীমান্তে পাহারা দেন বলেই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন ভারতবাসী। আর সেই সেনারই এক কর্মীর স্ত্রীকে বেধড়ক লাঞ্ছিত করার উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই গুরুতর অভিযোগ জানিয়েছেন সেনা জওয়ান এ প্রভাকরণ।
জানা গেছে, তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার পোলুর মহকুমার এক গ্রামে বাড়ি প্রভাকরণের। বর্তমানে কাশ্মীরে নিযুক্ত রয়েছেন তিনি। গ্রামের মন্দিরের পাশে একটি ছোট্ট দোকান চালান তাঁর স্ত্রী।
ভিডিওতে ওই সেনা জওয়ান বলেছেন, “আমি হাবিলদার প্রভাকরণ। আমি কাশ্মীরে ডিউটিতে আছি। আমি তিরুভান্নামালাই জেলার পলুর থালুকা থেকে এসেছি। শনিবার তিরুভান্নামালাই জেলার পদভেদু গ্রামে ১২০ জনেরও বেশি লোক আমার স্ত্রীর দোকান ভাংচুর করেছে। তারা আমার স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে দোকান খালি করে। সে এখন হাসপাতালে ভর্তি। সে আর নিরাপদ নয়, কারণ আমি এখানে কাজ করছি। আমি তিরুভান্নামালাই জেলার এসপি কার্তিকেয়ানের কাছে অভিযোগ দায়ের করেছি এবং আমার সিনিয়র অফিসাররাও তার সাথে কথা বলেছেন। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা স্থানীয় থানায় অভিযোগ করলেও কোনো সাড়া মেলেনি। আমি আপনাকে (ডিজিপি) আমার স্ত্রীকে বাঁচাতে অনুরোধ করছি। আমার স্ত্রীকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, এবং তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। আমি আপনাকে জরুরীভাবে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি। আমার স্ত্রী এবং আমাদের পুরো পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন।”
— Lt Col N Thiagarajan Veteran (@NTR_NationFirst) June 10, 2023
ভিডিওতে প্রভাকরণ জানিয়েছেন, তিরুভান্নামালাই জেলার পোলুর মহকুমার পতভেড়ু গ্রামের মন্দিরের সামনে তাঁদের পারিবারিক দোকান। তাঁদের দোকানের পাশে আরেকটি বড় দোকান আছে। সেই দোকানের মালিক দীর্ঘদিন ধরেই তাঁদের পারিবারিক দোকানটি বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। তারাই শনিবার শতাধিক গুণ্ডা পাঠিয়ে তাদের দোকানটি ভেঙে দিয়েছে। তাঁর স্ত্রীর বুকে-তলপেটে লাথি, অর্ধনগ্ন করে মারধর, মঙ্গলসূত্র লুঠ করেছে। স্থানীয় থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
এই ঘটনায় তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই টুইট করেছেন। তিনি জানিয়েছেন, ‘এই হামলার ঘটনা অত্যন্ত লজ্জার। প্রভাকরণের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর স্ত্রীর সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি কর্মীরা তাঁর পাশে দাঁড়াতে সেখানে ছুটে গিয়েছেন। এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে তামিলনাড়ু বিজেপি লড়াই করবে এবং ওই জওয়ানের পরিবারের পাশে দাঁড়াবে।’
Had a telephonic conversation with the Havildar, who is bravely serving our country in Kashmir and his wife, based out of Tiruvannamalai. Truly gutted to hear her story & I felt ashamed that this had happened to her on our Tamil soil!
Our party people are rushing to attend to… https://t.co/E1E3vbXr3n
— K.Annamalai (@annamalai_k) June 11, 2023
সেনাকর্মীর ভিডিও ভাইরাল হয়েছে। রীতিমতো ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। লিখিত অভিযোগ পেয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিরুভান্নামালাইয়ের পুলিশ সুপার কার্তিকেয়ন।
তথ্যসূত্র: The Communemag