সরকারি নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর অভিযানের জন্য প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান নারভানে
নয়াদিল্লি: মঙ্গলবার দেশের নয়া সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। দায়িত্ব নেওয়ার পর শুক্রবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে তিনি বলেন, বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর এবং সরকারি নির্দেশ পেলেই যে কোনও পদক্ষেপের জন্য প্রস্তুত সেনাবাহিনী।
সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নারভানকে প্রশ্ন করা হয়, ভারত পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে কোনও পদক্ষেপের কথা ভাবছে কিনা? এই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জেনারেল নারভানে বলেন, জম্মু ও কাশ্মীর সহ সমস্ত সীমান্তে আমাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে, সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হতে পারে। আমাদের যে কাজই করতে দেওয়া হোক না কেন, তা আমরা সাফল্যের সঙ্গে করতে পারব।
তবে তারমধ্যে কি পাক অধিকৃত কাশ্মীরে বড় মাপের অভিযানও রয়েছে, নারভানে বলেন, সেরকমই নির্দেশ আসা উচিত। মঙ্গলবার দায়িত্ব নিয়েই, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, এই ধরণের পরিস্থিতিতে ভারত সন্ত্রাসবাদের আতুরঘরে গিয়ে হানা দেওয়ার অধিকার রাখে।
নয়া সেনাপ্রধান বলেন, বহিরাক্রমণ বা অনুপ্রবেশ যাতে না হয়, সেদিকে নজর দেওয়া হবে। তাঁর কথায়, আমাদের ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে উচ্চ পর্যায়ের নজরদারি চালাতে হবে বিভিন্ন এলাকায়। বিভিন্ন জলবায়ুর পরিস্থিতির সঙ্গে। সেজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।