Thursday, November 13, 2025
দেশ

ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে সেনাপ্রধান নারাভানে

লাদাখ: তিনদিনে তিনবার ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের চেষ্টা চালালো চিনা সেনা। যা নিয়ে ফের ভারত-চিনের উত্তেজনা তুঙ্গে উঠেছে। এর মধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। বাহিনীর প্রস্তুতি ও রিজিয়নের পরিস্থিতি খতিয়ে দেখতেই দু’দিনের সফরে গিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে লেহ’তে পৌঁছন সেনাপ্রধান। পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অবস্থিত তিনটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সেখানে ফিল্ড কমান্ডারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। পাশাপাশি, খতিয়ে দেখবেন ভারতীয় সেনার প্রস্তুতি।

সেনা সূত্রে খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত সুরক্ষিত করার পর এবার উত্তর প্রান্তেও বাড়তি বাহিনী মোতায়েন করছে ভারত। যাতে চিন সেখানে আগ্রাসন চালাতে না পারে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্যাংগং লেকের উত্তরপ্রান্ত বিশেষভাবে স্পর্শকাতর। কারণ, এখানে চিনা বাহিনীর উপস্থিতি অনেকটাই বেশি। উল্লেখ্য, প্যাংগং লেকের প্রায় দুই-তৃতীয়াংশ দখল করে রেখেছে চিন। তাই সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করল ভারত।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবার্তা অনুযায়ী, ইন্দো-চিন, ইন্দো-নেপাল এবং ইন্দো-ভুটান- প্রতিটি সীমান্তেই নজরদারি ও সতর্কতা কয়েকগুণ বাড়ানো হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে প্যাংগং লেক থেকে চুসুল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তা৷ এই অঞ্চলে বাড়ানো হয়েছে সেনা, মোতায়েন করা হয়েছে আর্টিলারি শাখাও৷ ব্ল্যাক টপ, রেজাংলা এলাকাও ভারতীয় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে৷