Sunday, March 16, 2025
দেশ

কেদারনাথ মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক সেনাপ্রধান বিপিন রাওয়াত

কেদারনাথ: বুধবার কেদারনাথ মন্দিরে পুজো দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। লোকসভা নির্বাচনের পর কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

জেনারেল বিপিন রাওয়াত বুধবার সকালে দেরাদুন আর্মি ক্যান্ট হেলিপ্যাড থেকে সেনা হেলিকপ্টার যোগে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ৯.২০ টায় ভিআইপি হেলিপ্যাডে পৌঁছান। এরপর তিনি এবং তাঁর স্ত্রী মন্দিরে পুজো দেন। পাশাপাশি প্রশাসনের আধিকারিক এবং মন্দির কমিটির সাথেও তিনি কথা বলেন।

কেদারনাথে পাশাপাশি ভগবান বিষ্ণু পুজার উদ্দেশ্যে বুধবার বদ্রীনাথেও পুজো দেন সস্ত্রীক সেনা প্রধান। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তরাখণ্ডে কেদারনাথে পুজো দিয়েছিলাম। ১৭ ঘন্টা ধ্যানও করেছিলেন তিনি। পাশাপাশি বদ্রীনাথেও পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত লেহ পরিদর্শন করার একদিন পরই কেদারনাথে পুজো দিলেন। লেহ হল কৌশলগত লাদাখের প্রধান শহর। তিনি চিন ও পাকিস্তানের সীমান্তে সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে লেহ পরিদর্শনে যান।