৫৫ শতাংশ ভোট পেয়ে জিততে পারেন অর্জুন সিং, বলছে সমীক্ষা
কলকাতা: আসন্ন লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে ৫৫ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করতে চলেছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এমনই বলছে এস-নিয়েলসন সমীক্ষা।
এবারের নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির পার্থী অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। মূলত এই প্রার্থীপদ নিয়ে বিবাদের জেরেইই দল ছেড়েছেন অর্জুন।
এসি-নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী, বিপুল ভোটে জয়লাভ করে সাংসদ হতে চলেছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। মোট ভোটের ৫৫ শতাংশ পেতে চলেছেন তিনি। অন্যদিকে তৃণমূল এবং সিপিএম প্রার্থীরা পেতে পারেন যথাক্রমে ২২ এবং ১৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে তিন শতাংশ ভোট।
প্রতিপক্ষ দীনেশ ত্রিবেদীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্জুন সিং। অর্জুন সিং আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, আমার জয় নিশ্চিত আমি মানুষের সঙ্গেই ২৪ ঘণ্টা থাকি আমি মানুষের বিপদে-আপদে পাশে থাকি।