Tuesday, March 25, 2025
রাজ্য​

মমতার বাড়িতে ‘জয় শ্রী রাম’ লেখা ১০ লক্ষ পোস্টকার্ড পাঠাচ্ছে বিজেপি

ব্যারাকপুর: ‘জয় শ্রীরাম’। এই ধ্বনিতেই আপাতত উত্তাল বঙ্গ রাজনীতি। ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম স্লোগান শুনতে অভ্যস্ত বাংলা এই মুহূর্তে ‘রামে’র নামে তোলপাড়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একাধিকবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে খোলা রাস্তায় উষ্মাপ্রকাশ করেছেন। এ নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা।

আর ঠিক এই পরিস্থিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ১০ লক্ষ ‘জয় শ্রীরাম’ লেখা পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ তথা তৃণমূলের প্রাক্তন ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং। অর্জুন সিং জানিয়েছেন, “আমরা ঠিক করেছি, মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় জয় শ্রীরাম লেখা ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠাব”।

উল্লেখ্য, মে মাসের প্রথম দিকে পশ্চিম মেদিনীপুরে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল সুপ্রিমো। সে সময় তাঁর যাত্রাপথে একদল বিজেপি সমর্থক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়। এরপরই গাড়ি থেকে নেমে প্রকাশ্যে মেজাজ হারান মমতা।

এরপর গত বৃহস্পতিবার ভাটপাড়া এলাকাতেও একই ঘটনা ঘটে। কনভয়ের সামনে রাম ধ্বনি শুনে রাস্তায় নেমে আসেন ক্ষুব্ধ মমতা। তিনি অভিযোগ করেন, ‘বহিরাগত’ গেরুয়া কর্মীরা তাঁর গাড়ির উপর ‘হামলা’ করেছে। মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ‘হামলা’র ঘটনায় ইতিমধ্যে ১০ জন গ্রেফতার হয়েছে বলে বিজেপির দাবি। তবে পুলিশ এই গ্রেফতারির কথা স্বীকার করেনি।

প্রসঙ্গত, লোকসভা ভোটে রাজ্যে ৪২ আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করেছে বিজেপি। তারপরেই তৃণমূল শিবিরের নেতারা দল বদল করে যোগ দিয়েছেন বিজেপিতে। সবমিলিয়ে বর্তমান সময়ে বিস্তর চাপে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।