Friday, March 21, 2025
রাজ্য​

আস্থা ভোটে হেরে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং

ভাটপাড়া: লোকসভা ভোটের আগে ধাক্কা খেলেন বিজেপি নেতা অর্জুন সিং। আস্থা ভোটে হেরে যাওয়ায় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন সিং। সোমবার ভোটাভুটিতে ২২-১১ ব্যবধানে হেরে যান অর্জুন সিং। গোপন ব্যালটে ভোট হয়। এই হারের ফলে। আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস। এদিন ভাটপাড়া পুরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

যদিও অর্জুন সিং দাবি করেছেন, ভয় দেখিয়ে তৃণমূল এই কাজ করেছে। ভোটের পর যখন চেয়ারম্যান নির্বাচন হবে তখন আট জন বাদ দিয়ে কেউ তৃণমূলের সঙ্গে থাকবেন না।

অর্জুন সিংয়েষ কথায়, গত ১২ দিন ধরে কাউন্সিলরদের লুকিয়ে রাখা হয়েছিল। ভোটের পর আর এ সব করতে পারবে না।

অর্জুন সিংয়ের হারের পর পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, আরও একবার প্রমাণ হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে কেউ নিজের ক্যারিশমায় কিছু করতে পারেন না। বাকিটা দেখবেন ২৩ মে।