Saturday, June 21, 2025
Latestরাজ্য​

এটা আমাদের কাছে লজ্জার, ম্যাডাম CM, জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে সরব অপর্ণা সেন

কলকাতা: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ৬ বছরের শিশুসন্তান আনন্দ পালের খুনের ঘটনায় এ বার মুখ খুললেন অপর্ণা সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে আরএসএস কর্মীর গভর্বতী স্ত্রী ও সন্তানকে খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনার কারণ যাই হোক না কেন, এটা আমাদের কাছে লজ্জার। ম্যাডাম সিএম! রাজনৈতিক সত্তার বাইরে আপনি গোটা রাজ্যের নাগরিকের দায়িত্ব আপনার। আপনি সবার মুখ্যমন্ত্রী!


দশমীর সকালে জিয়াগঞ্জের লেবুবাগানের ৩৫ বছরের একজন শিক্ষক, তাঁর স্ত্রী এবং ৮ বছরের ছেলেকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, তিনজনকেই কোনও ধারাল অস্ত্রের সাহায্যে খুন করা হয়েছে। স্ত্রী বিউটি পাল গর্ভবতী ছিলেন। এই ঘটনায় রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তব্য, আমার বুক ফেটে যাচ্ছে। এটা অসহিষ্ণুতার দৃষ্টান্ত।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা ঘটনার সিবিআই তদন্ত চাইছি। RSS-এর কর্মী ছিলেন নিহত শিক্ষক। বিজেপির সমর্থক ছিলেন। সিবিআই দিয়ে তদন্ত করলেই সঠিক তথ্য উঠে আসবে।