ওর জন্মের জন্য তোমাকে ধন্যবাদ, ঈশ্বর: অনুষ্কা
হরিদ্বার: দেখতে দেখতে জীবনের ২৯ টি বসন্ত কাটিয়ে ফেলেছেন। আজ বিরাট কোহলির ৩০তম জন্মদিন। এ সময়ের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান বিরাট কোহলি। এই প্রথম স্ত্রীর সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন বিরাট। গতরাত ১২ টা ১ মিনিটে কেক কেটে ঘরোয়াভাবে স্ত্রীর সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন।
জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোহলির উদ্দেশে এসেছে একের পর এক শুভেচ্ছা বার্তা। ভারতীয় দলের বর্তমান, প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ফ্যানেরা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। পাকিস্তান থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। কেউ বিরাটকে ‘কিং কোহলি’, কেউ ম্যাজিশিয়ান, কেউ বা আবার রান মেশিন বলে উল্লেখ করেছেন।
তবে সবার থেকে আলাদা বার্তা এসেছে স্ত্রী অনুষ্কা শর্মার তরফ থেকে। লিখেছেন, ‘ওর জন্মের জন্য তোমাকে ধন্যবাদ, ঈশ্বর।’ টুইটের সঙ্গে নিজের ও বিরাটের খুব সুন্দর একটা ছবিও শেয়ার করেছেন অনুষ্কা। অনুষ্কা পুরো কালো রঙের পোশাক পরেছিলেন। কোহলি পরেছিলেন সাদা পাঞ্জাবি। গায়ে জড়ানো ছিল ধূসর শাল। কপালে ছিল চন্দনের তিলক।
Thank God for his birth ??❤✨ pic.twitter.com/SzeodVBzum
— Anushka Sharma (@AnushkaSharma) 5 November 2018
নিজের ৩০তম জন্মদিন হরিদ্বারে কাটাবেন বিরাট। তাঁরা অনন্ত ধাম আত্মবোধ আশ্রমে যাবেন বলে জানা গিয়েছে। অনুষ্কার পারিবারিক ধর্মীয় গুরু মহারাজ অনন্ত বাবা এই আশ্রমের প্রধান। বিরুষ্কা ৭ নভেম্বর পর্যন্ত হরিদ্বারে থাকবেন বলে খবর।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিয়ের পর প্রথম করবা চৌথে বিরাটের উদ্দেশ্যে অনুষ্কা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, আমার চাঁদ, আমার সূর্য, আমরা সবকিছু। আর বিরাট লিখেছিলেন, আমার জীবন, আমার বিশ্বব্রহ্মাণ্ড।
‘সুই ধাগা’ ছবির প্রচারণার সময় অনুষ্কা বলেছিলেন, তাঁদের ‘ক্ষমতাশালী যুগল’ বলাটা তাঁর মোটেও পছন্দ নয়। বলেন, যদি কেউ সত্যিই আমাদের খুব কাছ থেকে দেখে, দেখবে, আমরা খুব সাধারণ মানুষ, স্বাভাবিক কিছু করতে চাই, খুব সাধারণ কিছু। বিরাট কোহলিকে জীবিত ব্যাটসম্যানদের মধ্যে সেরা মনে করেন অনুষ্কা। আরও বলেন, পৃথিবীর সেরা পুরুষটির সঙ্গেই আমি বিয়ে করেছি।