নিজের দুর্নীতি ঢাকতেই NPR-এর বিরোধিতা করছেন মমতা: অনুরাগ ঠাকুর
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়েছে, জাতীয় জনগণনা পঞ্জির (এনপিআর) জন্য কোনও নাগরিকের কোনও নথি চাওয়া হবে না। প্রয়োজন নেই বায়োমেট্রিকের। তবুও এনপিআর নিয়ে ১৭ জানুয়ারি কেন্দ্রের ডাকা বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে পাঠানো হচ্ছে না কোনও প্রতিনিধিও। বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
এনপিআর নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, কেন্দ্রেও নির্বাচিত সরকার। এখানে আমিও নির্বাচিত। এই সিদ্ধান্তের জন্য পারলে আমাদের সরকার ভেঙে দিন। ক্ষমতা থাকলে সরকার ভেঙে দিয়ে দেখান। এরপরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
অনুরাগ ঠাকুর বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে পারছে না, তাই এনপিআরকে হাতিয়ার করে ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। আমাদের প্রশ্ন হল, আগে যখন ইউপিএ আমলে এনপিআর হয়েছিল, তখন বিরোধিতা কেন করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?
কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেন, কংগ্রেস ও সিপিএম ৭০ সালের পর এদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার দাবি করেছিল। তাহলে এখন বিরোধিতা করছে কেন? আসলে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির মতো ইস্যুই নেই বলেই এই CAA, NRC বা NPR নিয়ে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা।