Thursday, November 13, 2025
দেশ

বিজেপির সর্বভারতীয় সম্পাদক হলেন অনুপম হাজরা

বোলপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল করা হলো বিজেপিতে। একদা তৃণমূল ত্যাগী মুকল রায়কে করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পাশাপাশি, বিজেপির তরুণ নেতা অনুপম হাজরাকে দলের সর্বভারতীয় সম্পাদক করা হয়েছে। এছাড়া বিজেপির জাতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। যাদবপুর কেন্দ্রে থেকে ভোটে লড়েন। যদিও তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে হেরে যান তিনি। ভোটে হারলেও যথেষ্ট সক্রিয় তিনি। যুব মোর্চার নানা কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি।

নিয়মিত তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে খবরের শিরোনামে থাকেন তিনি। তাঁকেই বিজেপির জাতীয় সম্পাদক করার পিছনে কারণ হিসেবে রাজনৈতিক মহল করছে, তরুণ নেতা হিসেবে অনুপম হাজরাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।

প্রসঙ্গত, অনুপম হাজরাকে তৃণমূল থেকে বিজেপিতে টেনে নিয়েছিলেন মুকুল রায়। এবার বড় দায়িত্ব পেলেন মুকুল রায়ও। ফলে সাফ বোঝা যাচ্ছে, একুশের বিধানসভা ভোটের আগে আগে মুকুল রায়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।