Monday, March 17, 2025
রাজ্য​

গ্রামের ছেলে আমি, গুনতিতে ভুল হয়ে গেছে, বিজেপির বিরাট জয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

বীরভূম: ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি বিশাল ব্যবধানে এগিয়ে থাকার পরই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি জানালেন, গ্রামের ছেলে আমি ,বীরভূমের মধ্যেই থাকি রাজ্য রাজনীতি বুঝি, ওসব জাতীয় স্তরের ব্যাপার গুনতিতে ভুল করে ফেলেছি..’। একটা সময় তিনি বলেছিলেন, বিজেপি দেশে ১০০ টি আসন পাবে কি নাও সন্দেহ।

ভোটপর্ব শুরু হতেই অনুব্রত মণ্ডল বলেছিলেন, তিনি জেলা জুড়ে নতুলদানা দেবেন। আর এই নির্বাচনে কোনও মতেই বাংলার মাটিতে মাছি গলতে পারেব না। তিনি দাবি করেছিলেন যে, গোটা দেশে গোহারান হারবে বিজেপি। বিজেপি দেশে ১০০ টিও আসন পাবে না।

তবে ভোট শেষ হতেই তিনি বলছেন, বীরভূমি যা হয়েছে সাংসদদের কাজের জন্য হয়েছে। পাশাপাশি বীরভূম তৃণমূল ভালো কাজ করেছে বলেই এমন ছবি উঠে আসছে।

নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে দাবি করে অনুব্রত মণ্ডল, রাজ্য়ের নিরিখে সেভাবে ভাবতে হবে না। .. নেত্রী আছেন.. নেত্রী সিদ্ধান্ত নেবেন।