Sunday, June 22, 2025
Latestদেশ

দেশবিরোধীদের গুলি করে মারা উচিত: বিজেপি নেতা

বেঙ্গালুরু: কর্ণাটকের বিজেপি নেতা তথা সেরাজ্যের রাজস্ব মন্ত্রী আর অশোক বললেন, দেশবিরোধীদের গুলি করে মারা উচিত। পাশাপাশি, সংখ্যালঘুদের বিশেষ প্যাকেজ দেওয়া প্রসঙ্গেও ঘোর আপত্তি জানান তিনি।

মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা প্রসঙ্গে আর অশোক বলেন, সব দেশবিরোধীকে গুলি করে মারা উচিত। বিধান সৌধে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার পরই তিনি বলেন, যারা যারা পাকিস্তানের সুরে গলা মেলাচ্ছেন, দেশবিরোধী কাজে মদত দিচ্ছেন, তাঁরা হিন্দু কিংবা খ্রিস্টান বা মুসলিম হন না কেন, তাদের অবশ্যই গুলি করে মারা উচিত।

পাশাপাশি, সংখ্যালঘুদের বিশেষ প্যাকেজ দেওয়া প্রসঙ্গে আর অশোক বলেন, উন্নয়নমূলক কাজের জন্য় টাকার দরকার হলে তখন তাঁরা বিশেষ প্যাকেজ চাইতে আমাদের কাছে আসেন। কিন্তু টাকা পেয়ে গেলেই ভোটের সময় তাঁরা কংগ্রেস বা জেডিএসকে ভোট দেন ৷ তাই সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে কোনও বিশেষ প্যাকেজ দেওয়া না হয় তার জন্য় মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীদের সাথে কথা বলব।

এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার রাজনৈতিক সচিব রেণুকাচার্যও সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা নিয়েও তীব্র বিতর্ক ছড়ায়। সংখ্য়ালঘুদের আক্রমণ করে রেণুকাচার্য বলেছিলেন, মসজিদে অস্ত্র লুকিয়ে রাখে মুসলিমরা।