রেলের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বাংলা, বিহার, অসম থেকে গ্রেফতার ২১, ক্ষতিপূরণ বাবদ ৮৮ কোটি টাকা আদায় করা হবে
নয়াদিল্লি: রেলের সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুঠপাটের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে আরপিএফ। পশ্চিমবঙ্গ, বিহার ও অসম থেকে চিহ্নিত করে এই ২১ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার একথা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন আরপিএফের এক শীর্ষ আধিকারিক। তিনি বলেছেন, ধৃতদের থেকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ৮৮ কোটি টাকা আদায় করা হবে।
সিএএ বিরোধী প্রতিবাদের সময় রেলের সম্পত্তি ভাঙচুর, লুঠপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে। সিএএ-এর প্রতিবাদে এই তিন রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়েছিল। এরপরেই সক্রিয় হয় রেল মন্ত্রক।
রেলমন্ত্রী পীযুষ গোয়েল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেছিলেন, রেলের সম্পত্তি ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে।
রেল মন্ত্রক জানিয়েছে, জিআরপি ২৭টি অভিযোগ, আরপিএফ ৫৪টি অভিযোগ দাখিল করেছে। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ভিডিও ফুটেজ আমরা হাতে পেয়েছি। সেই ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে মোট গ্রেফতারির সংখ্যা ২১। ওই ভিডিও ফুটেজ এখনও খতিয়ে দেখা হচ্ছে। ফলে প্রয়োজনে গ্রেফতারি বাড়তে পারে। অভিযুক্তদের কাছে ক্ষতিপূরণ আদায়ের নোটিশ পাঠানো হবে।