Monday, March 17, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানে ফের হিন্দু মেয়েকে জোর করে ধর্মান্তকরণ

ইসলামাবাদ: পাকিস্তানে ফের এক হিন্দু মেয়েকে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ উঠল। নিগৃহীতার পরিবার দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদে নেমেছেন। নিগৃহীতার পরিবারের অভিযোগ, সিন্ধ প্রদেশের বাসিন্দা ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায় একদল মুসলিম। এরপর তাঁকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে।

পাকিস্তানে জোরপূর্বক ইসলামে ধর্মান্তকরণের ঘটনা এই প্রথম নয়, এর আগেও বহুবার জোরপূর্বক ধর্মান্তকরণের ঘটনা সামনে এসেছে। গত আগস্টে সিন্ধের তাম্বু সাহিব গুরুদ্বারের ‘গ্রন্থি’ ভগবান সিংয়ের ১৯ বছরের মেয়ে জগজিৎ কাউরকে অপহরণ করে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে ইসলামে ধর্মান্তরিত করা হয়।


পাকিস্তানের মানবাধিকার কমিশনের হিসেব অনুযায়ী, ২০০৪ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত সিন্ধ প্রদেশের মোট ৭,৪৩০ জন মহিলাকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। তবে বাস্তবে সংখ্যাটি আরও বেশি বলে জানিয়েছেন অনেকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারতে পালিয়ে এসে পাকিস্তান সম্পর্কে ইমরান খানের দলের এক প্রাক্তন বিধায়ক অভিযোগ করেছিলেন, পাকিস্তানে রোজই খুন হচ্ছেন সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষরা। পাকিস্তানে জোর করে ধর্মান্তকরণ, ধর্ষণ, অপহরণের মাধ্যমে সংখ্যালঘু বিশেষ করে-হিন্দু, শিখ, আহমদিয়া ও হাজারাদের উপর ভয়াবহ নির্যাতন করা হয়। যাতে প্রত্যক্ষ মদত রয়েছে পাক সেনাবাহনীরও।