মধ্যপ্রদেশে ফের ভাঙন কংগ্রেসে, বিজেপিতে যোগ দিলেন বিধায়ক সুমিত্রা দেবী
ভোপাল: রাজস্থানে সংকটে পড়েছে কংগ্রেস সরকার। বিদ্রোহীদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। এরই মধ্যে মধ্যপ্রদেশে ইস্তফা দিলেন কংগ্রেস বিধায়ক সুমিত্রা দেবী কাসদেকর (Sumitra Devi Kasdekar)। বুরহানপুরের নেপানগর (Nepanagar) কেন্দ্রের বিধায়ক ছিলেন সুমিত্রা দেবী। তিনি এআইসিসি-র প্রাক্তন প্রধান অরুণ যাদবের ঘনিষ্ঠ বলে খবর।
উল্লেখ্য, রাজস্থান নিয়ে টালমাটাল অবস্থার মধ্যেই মধ্যপ্রদেশ কংগ্রেসে জোর ধাক্কা দিয়েছেন বড়া মালহেরা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক প্রদ্যুম্ন সিং লোধী (Pradyuman Singh Lodhi)। প্রদ্যুম্ন সিং লোধী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্রের খবর, আরও ৬ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক।
৩৬ বছর বয়সী সুমিত্রা দেবী ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন। চলতি বছরে মধ্যপ্রদেশের হেভিওয়েট কংগ্রেস নেতার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই মধ্যপ্রদেশ কংগ্রেসে ভাঙন অব্যাহত। সিন্ধিয়ার নেতৃত্বে একাধিক কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।
কংগ্রেস বিধায়ক সুমিত্রা দেবী ইস্তফা দেওয়ায় পর বিজেপির পক্ষ থেকে রজনীশ আগরওয়াল বলেন, কংগ্রেস একটি ডুবন্ত জাহাজ। অপরের বিরুদ্ধে অভিযোগ করার বদলে কংগ্রেস বরং ভেবে দেখুক, বিধায়করা তাদের কেন ছেড়ে বিজেপিতে যোগদান করছেন।