Monday, November 17, 2025
বিনোদন

ছবিতে দেখুন অনির্বাণ-মধুরিমার বিয়ে

কলকাতা: বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আসর। তাঁদের বিয়ের প্রথম ছবি ইতিমধ্যেই সামনে এসেছে।

ছবিতে দেখা যায়, বিয়েতে লাল পাঞ্জাবিতে অনির্বাণকে। অন্যদিকে, মধুরিমাকে দেখা যায় লাল শাড়িতে। গলায় রজনীগন্ধার মালা, সঙ্গে মানানসই সোনার গয়না।

খুব সাধারণ ছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিছু ঘনিষ্ট বন্ধুবান্ধব। শুক্রবার রিসেপশন। অনির্বাণ-মধুরিমা দু’জনেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যায় থেকে পড়াশোনা করেছেন।

নিজের সম্পর্ককে স্বযত্নে গোপনে রেখেছিলেন অনির্বাণ। কেননা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কোনওদিনই পছন্দ করেন না অনিবার্ণ। তবুও ইন্ডাস্টিতে কান পাতলেই শোনা যেত তাঁর প্রেমের খবর। সম্পর্ক বহুদিনের, প্রায় বছর ১২ তো হবেই!

মধুরিমা থিয়েটার অভিনেত্রী। প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী তাঁর বাবা। মন্ত্র উচ্চারণ করে নয়, রেজিস্ট্রি বিয়ে হয়েছে অনির্বাণ-মধুরিমার। বন্ধু আর পরিচিতদের সঙ্গে গান, গল্প, আড্ডা আর খাওয়া-দাওয়া করেই নতুন জীবন শুরু করলেন অনির্বাণ-মধুরিমা।