৩০ হাজার কোটির লোকসান, ‘দেউলিয়া’ রিলায়েন্স কমিউনিকেশন থেকে ইস্তফা অনিল আম্বানির
মুম্বাই: রিলায়েন্স কমিউনিকেশন প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন অনিল ধিরুভাই আম্বানি। শনিবার আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে জানানো হয়েছে, অনিল আম্বানি ছাড়াও ছায়া ভিরানি, রায়না কারানি, মঞ্জরি ক্যাকার, সুরেশ রাঙ্গাচার সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
বিপুল ব্যবসায়িক ক্ষতির কারনে রিলায়েন্স কমিউনিকেশন দেউলিয়া হয়ে গিয়েছে। ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই ৩০ হাজার ১৪২ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয় সংস্থাটি। প্রসঙ্গত, গত অর্থ বর্ষে ১১৪১ কোটি টাকার লাভ করেছিল তাঁরা।
Reliance Communications Limited: Anil Dhirubhai Ambani along with four other directors, Chhaya Virani, Ryna Karani, Manjari Kacker & Suresh Rangachar, have tendered their resignation from the post. pic.twitter.com/TxQG31taz4
— ANI (@ANI) November 16, 2019
সূত্রের খবর, খুব শ্রীঘ্রই অর্থাভাবে বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে চলেছে দেউলিয়া রিলায়েন্স কমিউনিকেশন। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে আইনি বকেয়া হিসেবে দেনা রয়েছে ২৮ হাজার ৩১৪ কোটি টাকা। ২ থেকে ৩ দিন আগে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে অন্যান্য টেলিকম সংস্থার পাশাপাশি রিলায়েন্স কমিউনিকেশনকেও বকেয়া পরিশোধের নোটিস জারি করে।
মে মাসে সরকারি ভাবে রিলায়েন্স টেলিকমকে দেউলিয়া ঘোষণা করা হয়। দেউলিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে মামলা চলাকালীন ৩৫৭টি দিন বাদ দেওয়ার জন্য সংস্থার তরফে আবেদন করা হয়। সেই আবেদন খারিজ করে দিয়ে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) রিলায়েন্স কমিউনিকেশনসকে দেউলিয়া ঘোষণা করে।