ধর্মান্তকরণে বাধা দেওয়ার জের, পাকিস্তানে শিখ তীর্থস্থানে হামলা
ইসলামাবাদ: এক শিখ কিশোরীকে জোর করে ধর্মান্তকরণে বাধা দেওয়ার জেরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক নানকানা সাহিব গুরুদ্বারে হামলার ঘটনা ঘটেছে। শিখদের প্রথম ধর্মগুরু নানকদেব এখানে জন্মগ্রহণ করেন। শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম এই ধর্মস্থানটি দেশভাগের পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পড়েছে।
শুক্রবার নানকানা সাহিব জেলার ওই গুরুদ্বারে চড়াও হয় উন্মত্ত জনতা। গুরুদ্বার লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাথর ছুড়তে থাকে তারা। সেই সাথে শিখ-বিরোধী স্লোগান। ইন্টারনেটে ভাইরাল হয়েছে নানকানা সাহিব গুরুদ্বারে হামলার সেই ভিডিও। জানা যায়, জগজিৎ কৌর নামে এক শিখ তরুণীকে জোর করে ধর্মান্তকরণ করে বিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
#WATCH An angry mob shouts anti-Sikh slogans outside Nankana Sahib Gurdwara in Pakistan’s Punjab. Earlier stones were pelted at the Gurdwara led by the family of a boy who had allegedly abducted a Sikh girl Jagjit Kaur, daughter of the Gurdwara’s pathi. (Earlier visuals) pic.twitter.com/xyNkhsrhR9
— ANI (@ANI) January 3, 2020
‘জোর করে’ ধর্মান্তরিত করার ঘটনায় তীব্র বিরোধিতা করে ওই তরুণীর পরিবার। পুলিশে অভিযোগ দায়ের করে তাঁরা। এই ঘটনায় ওই পরিবারের পাশে দাঁড়ায় স্থানীয় শিখ সম্প্রদায়। যার জেরে একদল উন্মত্ত জনতা নানকানা সাহিব গুরুদ্বারে হামলা চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মারমুখি জনতাকে নিয়ন্ত্রণে আনে পুলিশ। গুরুদ্বার নানকানা সাহিবে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় ভারত। একইসঙ্গে শিখ সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য পাক সরকারকের কাছে বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি।