৭৪ বছরে যমজ সন্তানের মা হয়ে বিশ্বরেকর্ড অন্ধ্রপ্রদেশের মহিলার
হায়দরাবাদ: পাঁচ দশকেরও বেশি সময় ধরে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবশেষে ৭৪ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন এক প্রৌঢ়া। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এটাই সবচেয়ে বেশি বয়সে সন্তানের জন্ম দেওয়ার রেকর্ড। আইভিএফ পদ্ধতিতে গর্ভবতী হয়েছিলেন মাঙ্গায়াম্মা। অহল্যা নার্সিং হোমে তিনি এবার জন্ম দিলেন যমজ সন্তানের।
চিকিৎসক এস উমাশঙ্কর জানিয়েছেন, মা ও সন্তানরা ভাল আছে। অপারেশনের পর উমাশঙ্কর বলেন, এটি একটি মেডিক্যাল মিরাকেল। তিনি দাবি করেন, মাঙ্গায়াম্মাই সবথেকে বেশি বয়সে সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল অমৃতসরের দলজিন্দর কউরের দখলে। ২০১৭ সালে ৭২ বছর বয়সে মা হয়েছিলেন দলজিন্দর কউর। এবার সেই রেকর্ডের দাবিদার হলেন ৭৪ বছরের মাঙ্গায়াম্মা।
জানা গেছে, ১৯৬২ সালে ওয়াই রাজা রাওয়ের সঙ্গে বিয়ে হয় মঙ্গায়াম্মার। তবে এতদিন তাঁদের কোনও সন্তান হয়নি। কিছুদিন আগে তাঁদের এক প্রতিবেশী মহিলা ৫৫ বছর বয়সে কৃত্রিমভাবে সন্তানের জন্ম দেন। সেটা দেখে মঙ্গায়াম্মার মনে নতুন আশার সঞ্চার হয়। তিনি ও তাঁর স্বামী গত বছর আইভিএফ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন নার্সিং হোমে।
Andhra Pradesh: 74-year-old woman Erramatti Mangayamma gives birth to twins through IVF (In vitro fertilisation) method, in Guntur today. pic.twitter.com/vVqaPaET8e
— ANI (@ANI) September 5, 2019
সন্তানের জন্ম দিয়ে অত্যন্ত খুশি মাঙ্গায়াম্মা। স্বামী রাজা রাও ও অন্যান্য আত্মীয়রা মিষ্টি বিতরণ করে মুহূর্তটি উদযাপন করেন।