২১ দিনের মধ্যেই ধর্ষকের ফাঁসি, বিল পাশ অন্ধ্রপ্রদেশ বিধানসভায়
অমরাবতী: ধর্ষণের মামলায় অভিযোগের তদন্ত, শুনানি, শাস্তিপ্রদান সহ যাবতীয় কাজ ২১ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। ধর্ষণের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। ঘটনার তদন্ত শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যে এবং মামলার শুনানি শেষ করতে হবে ১৪ দিনের মধ্যে। পাশাপাশি সাজাও শোনাতে হবে ।
হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুুনের ঘটনার আহবেই উন্নাওয়ে নির্যাতিতা তরুণী মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার তাই দোষীদের কঠোর সাজা দিতে পদক্ষেপ নিল অন্ধ্রপ্রদেশ সরকার। বুধবার ধর্ষকদের মৃত্যুদণ্ডের প্রস্তাব জানিয়ে একটি বিল অনুমোদন করল অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা। বৃহস্পতিবার তা বিধানসভায় পেশ করা হয়।
Two weeks after the nation was rocked by horrific gang-rape and murder of a woman veterinarian in #Hyderabad, #AndhraPradesh cabinet on Dec 11 decided to table a #Bill in the Assembly to punish perpetrators of heinous crimes against women and children within 21 days.
Photo: IANS pic.twitter.com/UCCxveA50h
— IANS Tweets (@ians_india) December 11, 2019
অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভায় পাশ হয়েছে নতুন বিলটি। এই বিলে বলা হয়েছে, ২১ দিনের মধ্যে ধর্ষণ মামলার নিষ্পত্তি ঘটাতে হবে। দোষীদের মত্যুদণ্ড দিতে হবে। সংশোধিত POCSO আইনের আওতায়, শিশুদের যৌন নিগ্রহের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে এই বিলে।
এছাড়াও, শিশুদের যৌন নিগ্রহে দোষীদের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর থেকে আমৃত্যু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কোনও মহিলার বিরুদ্ধে কুরুচিকর কোনও তথ্য প্রকাশ করলে দু’বছরের কারাদণ্ড এবং দ্বিতীয়বার করলে চার বছরের কারাদণ্ড দেওয়া হবে।
মন্ত্রিসভায় বিলটি পাশের পর অন্ধ্রপ্রদেশ সরকার খুব শ্রীঘ্রই এই বিলকে আইনে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে, মধ্যপ্রদেশ সরকার নাবালিকা ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের আইন চালু করেছে। আর এই নতুন আইনে ২১ জনকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে।