আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘হিন্দুস্তান বিশ্ববিদ্যালয়’ করার দাবি বিজেপি মন্ত্রীর
লখনউ: উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী রঘুরাজ সিং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) নাম বদলে হিন্দুস্তান বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন। আলিগড়ের আতরৌলি শহরে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
রঘুরাজ সিং বলেন, যারা দেশবিরোধী কাজ করে তাদের কুকুরের মতো মারা উচিৎ। তিনি বলেন, পুলিশকে বলা হয়েছে, দেশবিরোধীদের এনকাউন্টারে গুলি করে মেরে দেওয়ার।
রঘুরাজ সিং আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও শুধরে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, যথেষ্ট হয়েছে গুণ্ডাগিরি, আর নয়। বিজেপি মন্ত্রী আরও বলেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে আমরা হিন্দুস্তান বিশ্ববিদ্যালয় করতে চাই যাতে এখান থেকে পড়ে ছাত্ররা পাকিস্তানি তৈরি না হয়।
তিনি আরও বলেন, দেশে থাকতে হলে ভারতীয় হিসাবে থাকতে হবে, পাকিস্তানি হিসাবে থাকা যাবে না। এর আগে রঘুরাজ সিং বলেছিলেন, যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা স্লোগান দিলে, তাদের জ্যান্ত পুঁতে ফেলা হবে।