অমৃতসর হামলায় ধৃত ১, উদ্ধার মোটরসাইকেল
অমৃতসর: রবিবার অমৃতসর বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পাঞ্জাব পুলিশ। ধৃতের নাম বিক্রমজিৎ সিং। বয়স ২৬ বছর। একইসঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও এদিন উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, হামলার ছক কষা হয়েছিল লাহোরে। এর সঙ্গে যুক্ত ছিল জার্মানি ও কানাডায় বসবাসকারী খালিস্তান সমর্থক শিখ সম্প্রদায়। এদিন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানান, হামলার পিছনে পাক মদতপুষ্ট আইআসএইএস এর হাত রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে পাকিস্তানের মদতপুষ্ট জৈশ ই মহম্মদ নেটওয়র্ক দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ছড়াতে পারে।
I’m happy to announce that police nabbed one of the two persons involved. 26-year-old Bikramjit Singh has been arrested. The other man will also be arrested soon. His name is Avtar Singh: Bikramjit Singh on #Amritsar blast at Nirankari Mission congregation that claimed 3 lives pic.twitter.com/k0S52mpdKe
— ANI (@ANI) 21 November 2018
প্রসঙ্গত, রবিবার নিরঙ্কারী সত্সঙ্গ আশ্রমে হামলা ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে ১০-১২ জনেরও বেশি। সিসিটিভি ক্যামরার সাহায্যে আততায়ীদের সন্ধান শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানান, হামলার নেপথ্যে আছে আইএসআই। তাঁর কথায়, পাকিস্তানের আইএসআই এ রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চায়। মুখ্যমন্ত্রীর দাবি, পাকিস্তান এখানে অশান্তি পাকাতে চায়।