স্ত্রী কিরণদীপকে মারধর করেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং, বলছে রিপোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে তন্নতন্ন করে খুঁজছে পাঞ্জাব পুলিশ। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। অমৃতপাল সিং ২০২২ সালের ফেব্রুয়ারিতে কিরণদীপ কউরকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীকে কার্যত বন্দি করে রাখেন অমৃতপাল সিং। অন্য মহিলাদের সঙ্গে একাধিক সম্পর্কের জেরেই স্ত্রী কিরণদীপ কউরকে ঘরবন্দি করে রাখতে শুরু করেন খালিস্তানপন্থী নেতা।

পাশাপাশি, কিরণদীপকে মারধর করেন বলেও অভিযোগ। এমনকি, স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক তরুণী এবং বিবাহিত মহিলার সঙ্গে অমৃতপালের সম্পর্ক রয়েছে বলে খবর।

উল্লেখ্য, অমৃতপাল সিং ২০২২ সাল পর্যন্ত দুবাইতে ট্রাক চালাতেন। ভারতে আসার পর দীপ সিধুর সংস্থা ওয়ারিস পাঞ্জাব দে-র প্রধান হন অমৃতপাল সিং।

থাইল্যান্ডের কারও সঙ্গে অমৃতপালের গভীর যোগ রয়েছে। তার বারবার থাইল্যান্ডে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। থাইল্যান্ডে অমৃতপাল সিংয়ের দ্বিতীয় স্ত্রী থাকতে পারেন বলে অনুমান গোয়েন্দাদের। দুবাই এবং পাকিস্তানে মাদক পাচারকারীদের সঙ্গে গভীর যোগ রয়েছে অমৃতপাল সিংয়ের।