Tuesday, March 25, 2025
Latestবিনোদন

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

নয়াদিল্লি: পদ্মভূষণ, পদ্মশ্রী আগেই পেয়েছেন তিনি। এবার ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত হতে চলেছেন অমিতাভ বচ্চন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর মঙ্গলবার টুইট করে এই খবর জানিয়েছেন।

টুইট বার্তায় প্রকাশ জাভড়েকর লিখেছেন, লিজেন্ড অভিনেতা অমিতাভ বচ্চন দুই প্রজন্ম ধরে আমাদের আনন্দ ও আমাদের অনুপ্রেরণা। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য এই বছরে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। এ খবরে খুবই খুশি পুরো দেশ এবং আন্তর্জাতিক মহলও। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন।

ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর চলচ্চিত্রের বিশিষ্টদের এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ সাল থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার চালু হয়। এর আগে সত্যজিৎ রায়, রাজকাপুর, গুলজার, পৃথ্বীরাজ কাপুর, শ্যাম বেনেগাল, গায়ক মান্না দে, শশী কাপুর, বিনোদ খান্নার মতো প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব এই সম্মানে ভূষিত হয়েছেন। ২০১৭ সাল পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের ৪৯ জনকে এই দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে ১৯৮৪ সালে ভারত সরকার অমিতাভ বচ্চনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ২০০১ সালে পদ্ম ভূষণ এবং ২০১৫ সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হন অমিতাভ বচ্চন।