Friday, June 20, 2025
রাজ্য​

তালিকা দিন মমতা দিদি, দু’দিনেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে: অমিত শাহ

কলকাতা: করোনা আবহে মঙ্গলবার পশ্চিমবঙ্গে অমিত শাহ ভার্চুয়াল সভা করলেন। ২০২১-এর বিধানসভা ভোটকে টার্গেট করেই এই র‍্যালির আয়োজন। এদিন বেলা ১১টায় শুরু হয় এই ভার্চুয়াল সভা, যার নাম দেওয়া হয়েছে ‘পশ্চিমবঙ্গ জনসম্পর্ক র‌্যালি’। এদিন দুর্নীতি, স্বজনপোষণ, রাজনৈতিক হিংসা, আয়ুষ্মান ভারত এবং পিএম কিষান প্রকল্প-সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অমিত শাহ।

মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশ্ন, মমতা দিদি, গরিব মানুষকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করছেন কেন? রাজনীতি করার অনেক জায়গা রয়েছে। আপনি শনিবার কৃষকদের নামের তালিকা দিন, কথা দিচ্ছি সোমবার তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পিএম কিষান প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিবছর ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গ সরকার পিএম কিষান প্রকল্পে যোগ দেয়নি।

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে অমিত শাহ বলেন, গরিব মানুষ এখন নরেন্দ্র মোদীর সরকারের পাঁচ লক্ষ টাকার বিমার সুবিধা পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলার মানুষদের এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। পাছে নরেন্দ্র মোদী জনপ্রিয় হয়ে যান তাই মমতা দিদি ওই প্রকল্প বাংলায় বাস্তবায়িত হতে দেননি বলেও অভিযোগ করেন অমিত শাহ।