বাংলায় মহালয়ার শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নয়াদিল্লি: করোনা আতঙ্কে কাটিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতেই মানব জাতিকে করোনামুক্ত করতে মর্ত্যে আসছেন মা দুর্গা। মহালয়া মানেই শুরু হল দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা। মায়ের আগমন বার্তায় আকাশে-বাতাস আজ মুখরিত। ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমোঘ কণ্ঠে শাশ্বত পাঠ, তারপরেই ঘাটে ঘাটে শুরু হয় তর্পণ। পিতৃপক্ষের অবসানে সূচনা হয় দেবীপক্ষের।
মহালয়ার শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় টুইট করে তিনি লিখেছেন, শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।
শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।
— Amit Shah (@AmitShah) September 17, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেছেন, মহালয়ায় মা দুর্গার কাছে আশীর্বাদ হিসেবে শক্তির প্রার্থনা করছি। যাতে আমরা বিশ্বব্যাপী করোনা মহামারি কাটিয়ে উঠতে পারি। মা দুর্গার আশীর্বাদ যেন সকলের সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করে। আমাদের পৃথিবী যেন সমৃদ্ধ হয়ে ওঠে। শুভ মহালয়া।
উল্লেখ্য, গতবারের মতো এবছরও ‘শহিদ’ দলীয় কর্মীদের উদ্দেশে মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করছে বিজেপি। তবে পুলিশ এসে তাঁদের মঞ্চ খুলে দেয় বলে অভিযোগ। তবে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে এবার শুধু দক্ষিণবঙ্গের ‘শহিদ’ পরিবারগুলিকে নিয়েই তর্পণ করছে বঙ্গ বিজেপি।


