Thursday, June 19, 2025
Latestদেশ

শ্রীরামের জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের এই সর্বসম্মত রায়কে আমি স্বাগত জানাচ্ছি: অমিত শাহ

নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায় ঘোষণার পরেই টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে অমিত শাহ লিখেছেন, শ্রীরামের জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের এই সর্বসম্মত রায়কে আমি স্বাগত জানাই। আমি সব ধর্মের মানুষের কাছে আবেদন করব, তাঁরা যেন এই রায়কে খোলা মনে স্বাগত জানিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন এবং এক ভারত-শ্রেষ্ঠ ভারত’ -এর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখেন।

টুইটে অমিত শাহ লেখেন, সব সম্প্রদায়ের মানুষের কাছে আমার আর্জি, সুপ্রিম কোর্টের রায় স্বীকার করুন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভারত গড়তে নিজেদের সংকল্পে অটুট থাকুন। শ্রীরামের জন্মভূমি নিয়ে এই মামলার আজ চূড়ান্ত রায়দান হল। আমি ভারতের বিচারব্যবস্থা ও সব বিচারকদের অভিনন্দন জানাচ্ছি।

টুইটে অমিত শাহ বলেছেন, আমার পূর্ণ বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, তা মাইলস্টোন। এই রায় ভারতের একতা, অখণ্ডতা ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

জানা যায়, রায় ঘোষণার পরপরই অমিত শাহ ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁজখবর নেন। কয়েক মিনিট কথা হয় অমিত-মমতার মধ্যে। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করেই সংশ্লিষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার ব্যাপারে খোঁজ নেন অমিত শাহ।