গণেশ চতুর্থীতে সিদ্ধি বিনায়ক মন্দিরে সপরিবারে পুজো দিলেন অমিত শাহ
মুম্বাই: দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র থেকে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আপাতত মাতোয়ারা ‘গণপতি বাপ্পা মোরিয়া’র বোলে।
সোমবার গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে সপরিবারে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজার কর্মব্যস্ততার ফাঁকে সিদ্ধিদাতাকে দর্শন করতে সিদ্ধিবিনায়ক মন্দির যান অমিত শাহ।
गणेश चतुर्थी के पावन पर्व पर आज मुंबई में श्री सिद्धिविनायक के दर्शन कर पूजा अर्चना की।
विघ्नहर्ता श्री गणपति बप्पा सबका मंगल करें ऐसी कामना करता हूँ।
गणपति बप्पा मोरया! pic.twitter.com/plVDRle5d1
— Amit Shah (@AmitShah) September 2, 2019
তিথি মতে সোমবার ও মঙ্গলবার এই ২ দিন জুড়েই রয়েছে চতুর্থী। দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভক্তদের ঢল নামতে শুরু করে দিয়েছে।