Thursday, June 19, 2025
Latestখেলা

ইডেনে দিবা-রাত্রির টেস্টে উপস্থিত থাকবেন অমিত শাহ

কলকাতা: ২২ নভেম্বর ইডেনে প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ২২ নভেম্বর সন্ধ্যায় একটি অনুষ্ঠানে অভিনব বিন্দ্রা, মেরি কমের মতো ক্রীড়াবিদদের সম্মানিত করা হবে।

সংবাদ সংস্থা এএনআইকে সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা, মেরি কমকে সম্মানিত করা হবে ওইদিন সন্ধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। সচিন তেন্ডুলকর সম্ভবত ভাষণ দিতে পারেন ওই অনুষ্ঠানে।

মহেন্দ্র সিংহ ধোনি আসছেন‌ কিনা এর উত্তরে সিএবি সচিব বলছেন, আমরা ধো‌নিকে আমন্ত্রণ জানিয়েছি। ওর ধারাভাষ্য দেওয়া নিয়েও কথা হচ্ছে। তবে ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তার দফতর থেকে এখন পর্যন্ত সম্মতিসূচক বার্তা এসে পৌঁছায়নি সিএবির কাছে।

২২ নভেম্বর ইতিহাস গড়ে কলকাতার বুকে প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলবে ভারত। বিশেষ পরিকল্পনা হিসাবে খেলা শুরুর আগে মাঠে গোলাপি বল নিয়ে নেমে আসবে প্যারাট্রুপাররা। এরপর ঘণ্টা বাজিয়ে খেলা শুরু হবে। তার আগে জাতীয় সঙ্গীত। মধ্যাহ্ন ভোজের বিরতিতে একটি চ্যাট শোয়ের আয়োজন করা হয়েছে। ওই চ্যাট শোয়ে অংশ নেবেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং অনিল কুম্বলে।