কোটি কোটি বঞ্চিত ও নির্যাতিতদের স্বপ্নপূরণ হল, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ: অমিত শাহ
নয়াদিল্লি: বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে কোটি কোটি বঞ্চিত ও নির্যাতিতদের স্বপ্ন সত্যি হল আজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদজ্ঞাপন করে অমিত শাহ টুইটারে লিখেছেন, ভারতীয় সংসদে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল পাশের মধ্য দিয়ে কোটি কোটি বঞ্চিত ও নির্যাতিতদের স্বপ্নপূরণ হল। নির্যাতিতদের সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিলটি সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।
নাগরিকত্ব সংশোধনী বিলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এবং শিখদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
As the Citizenship Amendment Bill 2019 passes in the Parliament, the dreams of crores of deprived & victimised people has come true today.
Grateful to PM @narendramodi ji for his resolve to ensure dignity and safety for these affected people.
I thank everyone for their support.
— Amit Shah (@AmitShah) December 11, 2019
রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে ১০৫টি ভোট পড়েছে। এর আগে সোমবার লোকসভার ৩১১-৮০ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়। অনুমোদনের জন্য এবার বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে।