বিজেপি-শিবসেনা জোটের দুর্দান্ত সাফল্যের পর মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানালেন অমিত শাহ
নয়াদিল্লি: মহারাষ্ট্র দুর্দান্ত সাফল্যের পর সেখানকার মানুষদের অভিনন্দন জানালেন বিজেপির চাণক্য অমিত শাহ। মহারাষ্ট্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি-শিবসেনা জোট, যদিও ২০১৪-এর তুলনায় আসনসংখ্যা কমছে তাদের। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি শিবসেনা জোটের ঝুলিতে ১৬০ টি আসন। কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেসের জোটের দখলে ১০৩ টি আসন। অন্যান্যরা পেয়েছে ২৩টি আসন।
মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে অমিত শাহ টুইটারে লিখেছেন, বিজেপি-শিবসেনা জোটের প্রতি আস্থা প্রকাশের জন্য মহারাষ্ট্রের জনগণকে অভিনন্দন। বিজেপি ও শিবসেনার জোট সরকার রাজ্যের অগ্রগতি এবং জনগণের সেবায় নিবেদিত থাকবে।
भाजपा-शिवसेना गठबंधन में विश्वास प्रकट करने के लिए महाराष्ट्र की जनता का कोटि-कोटि अभिनंदन।
मोदी जी के नेतृत्व में महाराष्ट्र सरकार निरंतर प्रदेश की प्रगति और जनता की सेवा के लिए समर्पित रहेगी।
मुख्यमंत्री श्री @Dev_Fadnavis, श्री @ChDadaPatil व सभी कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) October 24, 2019
অন্যদিকে, হরিয়ানায় বৃহত্তম দল হয়েছে বিজেপি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪০টি আসন পেয়েছে গেরুয়া শিবির। সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৬টি আসন। ৩০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১০টি আসন পেয়েছে দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টি।
गत 5वर्षों में मोदी जी के केंद्रीय नेतृत्व में खट्टर सरकार ने हरियाणा की जनता के कल्याण के लिए हर संभव प्रयास किये।
भाजपा को सबसे बड़ी पार्टी बनाकर पुनः सेवा का मौका देने के लिए जनता का अभिनंदन करता हूँ।मुख्यमंत्री श्री @mlkhattar, श्री @subhashbrala व सभी कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) October 24, 2019
হরিয়ানায় বিধানসভা ফলাফল সম্পর্কে অমিত শাহ টুইটে লেখেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে হরিয়ানার খট্টর সরকার হরিয়ানার মানুষের কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। বিজেপিকে বৃহত্তম দল হিসাবে গড়ে তোলার জন্য এবং আমাদের ফের সেবা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য জনগণকে অভিনন্দন জানাই।