Thursday, November 13, 2025
দেশ

করোনা মুক্ত অমিত শাহ, টুইটে নিজেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি: জল্পনার অবসান। এবার আর গুজব নয়, করোনা মুক্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকাল ৪টা ৫৮ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টুইটে এই সুখবর দিয়েছেন। জানা গিয়েছে, আপাতত কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন তিনি।

টুইটে অমিত শাহ লিখেছেন, আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সুস্থ হয়ে ওঠার জন্য আমার পরিবার পরিজনকে সাহস দিয়েছেন তাদেরকেও হৃদয়ের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। অমিত শাহ জানান, ডাক্তারদের পরামর্শে আগামী কয়েকদিন হোম আইসোলেশনেই থাকবেন তিনি।

আরেকটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে আমাকে সাহায্য করা এবং আমার সেবা-শুশ্রূষা করা মেদান্তা হাসপাতালের সকল চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, গত ২ আগস্ট করোনা আক্রান্ত হন অমিত শাহ। যার জেরে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজো অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত অবশ্য করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।