Monday, March 24, 2025
দেশ

এই জয় বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে জনতার রায়: অমিত শাহ

নয়াদিল্লি: জয় সুনিশ্চিত হতেই বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে পৌঁছান সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। জয়ের পরই অমিত শাহ জানালেন, এই জয় ভারতের জয়। একই সঙ্গে তিনি দাবি করেন, বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ এবং মিথ্যে প্রচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ উচিৎ জবাব দিয়েছেন। জাত-পাত এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে মানুষ তাঁদের মত জানিয়েছেন।

অমিত শাহ বলেন, এই ফলই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের কতটা আস্থা রয়েছে। মানুষ জাতীয়তাবাদ এবং উন্নয়ের পক্ষে ভোট দিয়েছেন। এই জয় নবীন প্রজন্মের আশার জয়। দরিদ্র এবং কৃষকদের জয়।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে দলের সব স্তরের কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, দলীয় কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই আজ এই দিন এসেছে।