Tuesday, March 25, 2025
Latestদেশ

কর্পোরেট কর কমানোয় ভারতের বাজার আরও চাঙ্গা হবে: অমিত শাহ

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.১৭ শতাংশ করার ঘোষণা করেন। এই ঘোষণার পর এক ধাক্কায় সেনসেক্স বেড়েছে ২ হাজার পয়েন্ট। বাজার উর্ধ্বমুখী দেখে বোঝা যাচ্ছে ভরসা পাচ্ছেন লগ্নীকারীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, মোদী সরকার ভারতকে বৃহৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। কর্পোরেট করের হার কমানোর সিদ্ধান্তের ফলে ভারতের বাজারের প্রতি বড় বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হবেন।

অমিত শাহ বলেন, কর্পোরেট কর কমানোর দাবি বহুদিনের। এতদিনে সেটা বাস্তব হল। টুইট করে তিনি জানান, বিজেপি সরকার ভারতকে বৃহৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই সিদ্ধান্তের সঙ্গে বিদেশি বিনিয়োগরা ভারতে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। কর্পোরেট কর কমানোয় জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অভিনন্দন জানাই।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই পদক্ষেপের ফলে ভারতের কর্পোরেটরা বিশ্ববাজারের প্রতিযোগিতায় লড়তে পারবেন এবং দেশের বাজারের প্রতি বড় বড় বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হবেন। বাজার বিশেষজ্ঞদের মতে, কর্পোরেট কর কমানোর পাশাপাশি অর্থনীতি চাঙ্গা করার একাধিক সরকারি পদক্ষেপের জেরে প্রভাবিত হয়েছেন বিনিয়োগকারীরা।

এই ঘোষণার পর শুক্রবার সকাল ৯.৩০ নাগাদ সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৩৬,২১২.৭৪ পয়েন্ট। অন্য দিকে, নিফটি পৌঁছয় ১০,৭২৮.৭০ পয়েন্টে। সকাল ১১টা নাগাদ সেনসেক্স আরও কিছু বেড়ে ১,৮০০ পয়েন্টে ওঠে। পরে তা ১৯০০ পয়েন্টও অতিক্রম করে।