Monday, March 17, 2025
রাজ্য​

এনআরসি কী এবং কেন হচ্ছে, বোঝাতে বিশেষ টিম বানাচ্ছে বঙ্গ বিজেপি

কলকাতা: শনিবার অসমে প্রকাশিত হয়েছে এনআরসি’র চূড়ান্ত তালিকা। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ মানুষের নাম। এনিয়ে গোটা দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। জানা গেছে, এরমধ্যেই এনআরসি এবং নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার শুরু করবে বিজেপি। এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দুই সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসুর উপর। রাজ্য বিজেপির তরফে এ কথা জানানো হয়েছে।

বিজেপি ইতিমধ্যেই এনআরসি ইস্যুতে ‘হোমওয়ার্ক’ শুরু করে দিয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ি বাড়ি বই বিলি করে বিজেপি বোঝাতে চাইছে, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্থান থেকে আসা মুসলিমরা বেআইনি অনুপ্রবেশকারী। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্শি, শিখ বা খ্রিস্টানদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা হলেন শরণার্থী।

বিজেপি সরকার, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেবে বলে জানা গেছে। তবে মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে জানা গেছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ‘বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী’-দের চিহ্নিত করে ফেরত পাঠাবেন। তবে নাগরিকত্ব আইনে সংশোধন করে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে।