Thursday, March 28, 2024
দেশ

‘মার খাওয়ার গল্প নয়, মার দেওয়ার গল্প শুনতে চাই’ বললেন অমিত শাহ

কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন। এই কথা শুনতে তিনি বাংলায় আসেননি। পালটা মার দেওয়ার মতো সংগঠন গড়ে তুলতে পেরেছেন কী? পালটা কোনও প্রতিরোধ হয়েছে কি? এভাবেই রাজ্য নেতৃত্বর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যে বিজেপি সংগঠনকে আরও চাঙ্গা করতে বললেন তিনি।

অমিত শাহ মন্তব্য করেন, বাংলায় ক্ষমতা আসলেই সাফল্যের আকাশ ছুঁতে পারবে গেরুয়া শিবির। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিজেপির প্রতিষ্ঠাতা একজন বাঙালি। অথচ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতেই এখনও পর্যন্ত তেমন কিছুই করে উঠতে পারেনি বিজেপি দল। এই আক্ষেপ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বর দীর্ঘ দিনের। সেই আফশোস কাটাতে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা হওয়ার বার্তা দিলেন অমিত শাহ।

পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ড, বিহার, অসমে ইতিমধ্যে গেরুয়া শিবিরের দখলে। ওড়িশাতেও ভাল অবস্থান। ২০১৮-তে পঞ্চায়েত ভোট এবং ২০১৯-এ লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির কতটা তৈরি। তা বুঝতে তিন দিনের বাংলা সফরে অমিত শাহ। আগামী বছরের জানুয়ারি মাসের ১৭ ও ১৮ তারিখ ফের এরাজ্যে আসবেন বলে জানান তিনি।