Monday, March 24, 2025
Latestদেশ

বৈধ নথি না থাকলেও অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ

গুয়াহাটি: অসমে প্রকাশিত নাগরিক পঞ্জি থেকে ১৯ লাখ লোকের নাম বাদ গিয়েছে। তবে শুধু অসম নয়, প্রত্যেক রাজ্যেই এনআরসি করে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য অসমে আরও একবার এই কথা বললেন।

পাশাপাশি অমিত শাহ জানান, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে একটি বিল আনার যার দ্বারা বাংলাদেশ, পাকিস্তান‌ ও আফগানিস্তান থেকে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাঁদের কাছে বৈধ নথি না থাকলেও। এই বিল আইনে পরিণত হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাঁদের ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

তবে এবারই প্রথম নয়, ২০১৯ লোকসভা নির্বাচ‌নের আগে প্রচারে অমিত শাহ জানিয়েছিলেন, গোটা দেশ থেকেই অনপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলে দিতে বদ্ধপরিকর তাঁদের দল।

অমিত শাহ বলেছিলেন, এনআরসির জন্য বাংলা অথবা দেশের অন্যত্ৰ থাকা শরণার্থীদের কোনও সমস্যায় পড়তে হবে না। কারণ নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে এই সব শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এনআরসির জন্য শরণার্থীদের দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।

অমিত শাহ বলেছিলেন, হিন্দু, শিখ, ক্ৰিস্টান, জৈন অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী যে সব মানুষ অন্যান্য দেশ থেকে ভারতে আশ্ৰয় নিয়েছেন তাঁদের সুরক্ষা দিতেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপি সরকার তাদের ভারতের নাগরিকত্ব সুনিশ্চিত করবে।