২০২৪ লোকসভা ভোটের আগে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়াব: অমিত শাহ
চন্ডীগড়: ফের এনআরসি নিয়ে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দেশছাড়া করা হবে। সারা দেশেই চালু হবে এনআরসি। হরিয়ানায় বিধানসভা নির্বাচন প্রচারে গিয়ে অমিত শাহ বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই অবৈধ অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। বিজেপিই দায়িত্ব নিয়ে একাজ করবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহ বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করতে হিম্মতের প্রয়োজন ছিল যা নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিলেন। তিন তালাকের ক্ষেত্রেও নমো সাহস দেখিয়েছেন। আজ আমি আপনাদের বলতে চাই, ২০২৪ সালে আবার আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসব। কিন্তু তার আগে দেশ থেকে বেছে বেছে সমস্ত অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৭০ বছর ধরে দেশে ঢুকছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। আমাদের দেশে নিরাপত্তার ভিত দুর্বল হয়েছে। এনআরসি কার্যকর করে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে, এ ব্যাপারে বিজেপি সরকার ও মোদীজি প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও এনআরসি নিয়ে সোচ্চার হয়েছেন অমিত শাহ। কিছুদিন আগে কলকাতায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা শুধু অসমে নয়, সারা দেশে এনআরসি করব। যাঁরা তালিকার বাইরে থাকবেন তাঁদের দেশের বাইরে পাঠানো হবে। তবে দেশ থেকে একজন শরণার্থীও বাদ যাবে না, দেশে একজনও অনুপ্রবেশকারী থাকবে না।