লোকসভায় অনায়াসেই পাশ নাগরিকত্ব বিল, অমিত শাহকে শুভেচ্ছা জানালেন মোদী
নয়াদিল্লি: সোমবার লোকসভায় অনায়াসেই নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে নিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ১২ ঘণ্টারও বেশি বিতর্ক শেষে সোমবার মধ্যরাতে ভোটাভুটিতে ৩১১-৮০ ব্যবধানে বিলটি পাশ করিয়ে নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।
এদিন লোকসভার ৩১১ জন সাংসদই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলের তীব্র বিরোধিতা করলেও বিলটি আটকাতে ব্যর্থ হয় কংগ্রেস, তৃণমূল, মুসলিম লিগ বা সিপিএম-সহ বিরোধী দলের সাংসদরা। অমিত শাহ বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবে না কেন্দ্র। রাজ্য গুলিকেও সচেষ্ট হতে হবে।
I would like to specially applaud Home Minister @AmitShah Ji for lucidly explaining all aspects of the Citizenship (Amendment) Bill, 2019. He also gave elaborate answers to the various points raised by respective MPs during the discussion in the Lok Sabha.
— Narendra Modi (@narendramodi) December 9, 2019
অমিত শাহ বলেন, বিলের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। ১৯৪৭ সালে যেসব শরনার্থীরা ভারতে এসেছিলেন, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ভারতে এমন কোনও এলাকা নেই যেখানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে আসা ব্যক্তিরা নেই। মনমোহন সিং, লালকৃষ্ণ আডবানিরাও এদেশে এসে প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন।
অমিত শাহ বলেন, কেউ নিজেদের দেশ ছেড়ে আসতে চায় না। দেশ কি, নিজের গ্রাম ছেড়েই আসতে চান না। তাঁরা কতটা নির্যাতনের শিকার হলে, কষ্ট হলে নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেন। নরকের মতো জীবনযাপন করেছেন। তিনি বলেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনরা বৈষম্যের শিকার হয়েছেন। এই দেশগুলি থেকে ভারতে আশ্রয় নেওয়া নিপীড়িত মানুষদের নাগরিকত্ব দেবে এই বিল।