২০২১-এ দুই তৃতীয়াংশ আসন জিতে বাংলায় বিজেপিই সরকার গড়বে: অমিত শাহ
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতে এবিপি আনন্দকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ২০১৯ ভালো কেটেছে। বিজেপিকে ৩০৩টি আসন জিতিয়ে ফের ক্ষমতায় ফেরত এনেছেন মানুষ। বিজেপি সভাপতির দাবি, ২০২১ এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের দুই তৃতীয়াংশ আসন বিজেপিই জিতবে, বাংলায় বিজেপিই সরকার গড়বে।
অমিত শাহ বলেন, দুই-তৃতীয়াংশ আসন জিতে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছি। বিজেপি সরকার তৈরি হওয়া সুনিশ্চিত। পশ্চিমবঙ্গের জনতা তৃণমূলের শাসনে বিরক্ত হয়ে উঠেছে।
পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনের দুই তৃতীয়াংশ অর্থাৎ ১৯৬টি আসন জয়ের দাবি করেন অমিত শাহ। তিনি বলেন, তৃণমূলের সঙ্গে অন্য বিরোধী দলগুলি জোট করলেও বাংলায় জিতবে বিজেপিই।
পশ্চিমবঙ্গে আমরা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির সরকার বানাতে চলেছি : শ্রী @AmitShah pic.twitter.com/AeNL8UrjtT
— BJP Bengal (@BJP4Bengal) January 3, 2020
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের অমিত শাহ স্পষ্ট করে বলেন, কারও নাগরিকত্ব হরণের জন্য নয়, এই আইন শুধু নাগরিকত্ব দেওয়ার জন্য প্রণয়ন করেছে মোদী সরকার। সিএএ নিয়ে যা বিতর্ক উঠেছে তা সবই মিথ্যে। সিএএ ও এনআরসি দুটো বিষয় পুরোপুরি আলাদা।
অমিত শাহ আরও বলেন, সিএএ কোনওভাবেই সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করছে না, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না এই আইনে। শরণার্থীরা আমাদের ভাই, তাঁদের সম্মান দেওয়া হচ্ছে। বঞ্চিত মুসলমানদেরও নাগরিকত্ব দেওয়া হয়েছে। এনআরসির নিয়ে এখনও আলোচনা হয়নি।