Tuesday, June 24, 2025
Latestদেশ

ক্ষমতা থাকলে প্রকাশ্যে নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে আসুন, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

লখনউ: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে সবর হয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের দাবি, সিএএ নিয়ে গুজব ছড়াচ্ছে বিরোধীরা। মঙ্গলবার নয়া এই আইনের সমর্থনে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সপা প্রধান অখিলেশ যাদবের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকলের সামনে নয়া এই আইনটি নিয়ে বিতর্ক সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অমিত শাহ বলেন, বিরোধীদের চোখে ভোটব্যাঙ্কের চশমা লাগানো। তাই সামনের বিপদ দেখতে পাচ্ছে না তারা। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, যতই বিরোধিতা করুন না কেন, সিএএ কার্যকর হবেই।


তিনি বলেন, তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি সিএএ নিয়ে মিথ্যে বলছে। মিথ্যে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি আগেও বলেছি এখনও বলছি, কারও নাগরিকত্ব কেড়ে নিতে এই আইন তৈরি করা হয়নি। এই আইন তৈরি করা হয়েছে উদ্বাস্তুদের যোগ্য সম্মান দিতে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছেন, তিনি বেঁচে থাকতে বাংলায় এই আইন কার্যকর হতে দেবেন না।