Monday, March 24, 2025
রাজ্য​

ওরা বাংলায় পড়তে চেয়েছিল, তাই মেরে ফেলা হল, দাড়িভিট কান্ডে বললেন অমিত শাহ

আলিপুরদুয়ার: লোকসভা নির্বাচনের প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দাড়িভিটে ছাত্রমৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বললেন, আলিপুরদুয়ারের মানুষ উর্দু পড়তে চায় না, বাংলা পড়তে চায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উর্দু শিক্ষক পাঠাচ্ছেন। অথচ স্কুলে একজনও উর্দু পড়ার ছাত্র নেই৷ তাও জোর করে শিক্ষক রাখা হচ্ছে।

অমিত শাহ বলেন, ওরা বাংলায় পড়তে চেয়েছিল। তাই মেরে ফেলা হল। আমাদের দুই কার্যকর্তা রাজেশ সরকার এবং তাপস বর্মণ। বিজেপি সভাপতি বলেন, স্কুলে উর্দু ভাষা রাখার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু, উর্দুতে পড়ার ছাত্র নেই। এদিকে, বাংলার শিক্ষক নেই। নিয়োগ হচ্ছে না। ইসলামপুরে এর বিরোধিতা করা হয়েছিল। তাই দুই পড়ুয়াকে গুলি করে মারা হল।

উল্লেখ্য, উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে ২০শে সেপ্টেম্বর উর্দু এবং সংস্কৃত শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিল ছাত্ররা। আন্দোলনরত ছাত্রদের মধ্যে দুজন গুলি লেগে নিহত হন। অভিযোগ পুলিশের গুলিতেই ওই দুই ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনার দিনই মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ছাত্রের। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় অপর ছাত্র তাপস বর্মনের। আহত হয়েছিল ওই স্কুলের ক্লাস টেনের ছাত্র বিপ্লব সরকারও। ঘটনার পর সিবিআই তদন্তের দাবিতে স্কুলের গেট আটকে ধরনায় বসে মৃতের দুই পরিবার।