Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক, এনআরসি নিয়ে মিথ্যে বলছেন মমতা: অমিত শাহ

কলকাতা: পশ্চিমবঙ্গ জুড়ে এনআরসি ভীতির আবহে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট  করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এনআরসি নিয়ে বাংলায় মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। বিজেপি কর্মীদের বলছি, আপনারা বাড়ি বাড়ি গিয়ে বোঝান মানুষকে।

অমিত শাহের অভিযোগ, এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। উনি বলেছেন, বাংলায় এনআরসি চালু করা হলে লাখো লাখো হিন্দু শরণার্থীকে তাড়ানো হবে। আমি বলছি, কোনও হিন্দু শরণার্থীকে ভারত ছাড়া করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী থাকার সময় অনুপ্রবেশ নিয়ে সংসদে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতাই। যদি ভুলে যান, তাহলে পুরনো ফুটেজ দেখুন। অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক। খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াব। নাগরিকত্ব সংশোধনী পাশ বিল করবই। বাংলায় এনআরসি চালু করা হবেই।

অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে মিথ্যাচার চালাচ্ছে মমতা। এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে। হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন শরণার্থীদের দেশ ছাড়তে হবে না। শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব বিল পাশ করে নাগরিকত্ব দেওয়া হবে শরণার্থীদের।